সাগরদিঘিতে বিজেপির রথ আটকানোয় উত্তেজনা-অবরোধ, পরে অনুমতি পুলিশের

 

নদিয়ার নবদ্বীপে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা যে পরিবর্তন রথের উদ্বোধন করছিলেন সেই পরিবর্তন রথ সাগরদীঘি বিধানসভায় এসে পৌছায়।এই পরিবর্তন রথকে রাস্তার  দুই পাশ থেকে ফুল ছিটিয়ে স্বাগত জানান বিজেপি কর্মী। কিন্তু শুক্রবার সকালে বিজেপির পরিবর্তন যাত্রা আটকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে পরিবর্তন যাত্রার রথ থেকে নেমে প্রতিবাদ বিজেপি নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা পথ অবরোধ শুরু করে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে পড়ে। চরম উত্তজনার পরিবেশ তৈরি হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় সাগরদীঘি এলাকায়। এতে কয়েকজন বিজেপি কর্মী অসুস্থ হয়ে পড়েন। পুরো ঘটনায় সাগরদীঘিতে চরম উত্তেজনা ছড়িয়ে পরে। যদিও বিকেলের দিকে শর্তসাপেক্ষে রথযাত্রার অনুমতি দেয় পুলিশ। বিকেলের পর বিজেপির পরিবর্তন রথ সাগরদীঘি ছাড়ে।

 বিজেপি নেতা কল্যাণ চৌবের দাবি, পুলিশের বক্তব্য রাস্তায় এক সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান থাকায় রথ এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। তিনি আরও বলেন, বিজেপির রথ থেকে কোথাও কোনও অশান্তি হয়নি এখনও, তবুও পুলিশ নানা আছিলায় বাধা দিচ্ছে। আমরা বলেছিলাম, ওই অনুষ্ঠান চলাকালীন আমরা মাইক বন্ধ রেখে রাস্তার এক পাশ দিয়ে রথ এগিয়ে নিয়ে যাবো। তবুও পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে পথ আটকায়। এরপরই বিজেপি কর্মী সমর্থকরা পায়ে হেঁটেই মিছিল শুরু করে দেয়। বিজেপির নেতৃত্বের দাবি, রথ নিয়ে বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে। এরপরও কেন পুলিশ বারবার বাধা দিচ্ছে সেটা অজানা। এর থেকে একটা কথাই পরিস্কার, শাসকদলের কথায় পুলিশ কাজ করছে। এদিন বিজেপির পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন কল্যাণ চৌবে, মাফুজা খাতুন, উত্তর মুর্শিদাবাদ জেলা বিজেপি সভাপতি সুজিত দাস, যুব মোর্চার সভাপতি সুরজিৎ দাস সহ অন্যান্য নেতৃত্ব।



Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم