মঙ্গলবার সকালেই বিজেপির রথযাত্রা আটকে দিল পুলিশ। এই নিয়ে দ্বিতীয়বার বিজেপির পরিবর্তন রথযাত্রার রথ আটকাল রাজ্য পুলিশ। সোমবার রাতে বিজেপির রথ রাখা ছিল মুর্শিদাবাদের বহরমপুর মধুপুরের বিজেপি পার্টি অফিসে। এদিন সকালে সেখান থেকে বিজেপি নেতৃত্বের রথ নিয়ে যাওয়ার কথা ছিল স্থানীয় কপিলের মাঠে। সেখানে হোমযজ্ঞ, নাম সংকীর্তন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কর্মসূচি ছিল। কিন্তু সকাল সকাল বিশাল পুলিশবাহিনী বিজেপির রথ আটকে দেয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের জন্য নিরাপত্তাজনিত কারণে রথ নিয়ে ওই পথে যাওয়ার অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।
এরপরই বহরমপুরের মধুপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির নেতারা পুলিশ-প্রশাসনের কর্তাদের সঙ্গে আলোচনা শুরু করে। বিজেপি নেতাদের দাবি, তাঁরা রথ নিয়ে কপিলের মাঠে যাবেন শুধুমাত্র হোম যজ্ঞে অংশগ্রহণ করার জন্য। সেখান থেকে নির্ধারিত পথেই রথ এগিয়ে যাবে। কিন্তু পুলিশ নারাজ। পরে অবশ্য শর্তসাপেক্ষ রথ নিয়ে যাওয়ার অনুমতি দেয় পুলিশ। বাইক নিয়ে র্যালি করা যাবে না এই শর্তেই পুলিশ রথযাত্রার অনুমতি দেয়। যা মেনে নেন বিজেপি নেতৃত্ব। ফলে ঘন্টাখানেক আটকে থাকার পর ফের বিজেপির রথের চাকা গড়ায়। উল্লেখ্য, সোমবারও মুর্শিদাবাদের বেলডাঙায় আটকে দেওয়া হয়েছিল বিজেপির পরিবর্তন রথ।
إرسال تعليق
Thank You for your important feedback