ভোটের পঞ্জিকা প্রকাশ হয়ে গিয়েছে এবং কে কিভাবে দলের কাজে আসছেন তাও ঠিক আছে। দু দিন আগে পর্যন্ত দলবদল এবং নতুন দলে আসার হিড়িক পরে গিয়েছিল বঙ্গ রাজনীতিতে। শেষের দিকে তো টলি-সেলেবদের যোগদান নজর কেড়েছিল জনতার। কিন্তু আর কেন, এবার কি দরজা বন্ধ করা হবে না? প্রশ্ন বিভিন্ন দলের 'আদি'দের। স্বাভাবিক কারণ, শেষ মুহূর্তে দলে এসে টিকিট পেয়ে গেলে তা কতটা সুখের হবে? এটাও প্রশ্ন তাঁদের। যা খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে, অন্তত দুই ডজনের উপর তারকা কেউ বিজেপি বা কেউ তৃণমূলের প্রার্থী হতে চলেছেন। সতর্কতা এখানেই, কারোর নিশ্চিত আসন হাতছাড়া হলে ভোটের কাজে বেঁকে বসতে পারেন তিনি, চিন্তা এখানেই।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এটাই এখন প্রার্থী তালিকা প্রকাশের ক্ষেত্রে মূল মাথা ব্যাথার কারণ বিবদমান দুই দলের। প্রতিবারই একেবারে প্রথমেই তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করে দেয়। কিন্তু শোন যাচ্ছে মোদির সভার পর অথবা ৩ মার্চ ঘোষিত হতে পারে শাসকদলের চুরান্ত প্রার্থী তালিকা। অন্যদিকে রাজ্য বিজেপি হয়ত অপেক্ষা করছে দিল্লি থেকে চুরান্ত লিস্ট কবে আসে তার জন্য। যাই হোক না কেন, নতুনদের জন্য দরজা এবার বন্ধ হোক চাইছে অনেকেই।
إرسال تعليق
Thank You for your important feedback