নিখোঁজ ছিলেন বুধবার রাত থেকেই। বৃহস্পতিবার সাতসকালে বাড়ির অদুরেই মিলল এক গৃহবধূর রক্তাক্ত, থেঁতলানো মৃতদেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বেহালার জয়শ্রী পার্ক এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম নীলাক্ষী ভট্টাচার্য (৪২)। তিনি বেহালার আনন্দপল্লি এলাকায় থাকতেন। স্থানীয় মানুষজনের দাবি, ওই মহিলার নেশা করার অভ্যাস ছিল। বুধবার সন্ধ্যা নাগাদও তাঁকে ওই এলাকায় ঘোরাধুরি করতে দেখা গিয়েছিল। কিন্তু রাতের পর থেকে আর তাঁকে দেখা যায়নি। এদিন ভোরেই জয়শ্রী পার্ক এলাকায় একটি পুকুরের পাশের রাস্তায় তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে বেহালা থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতার মাথার পিছনদিকে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল। মুখ ও চোখেও আঘাতের চিহ্ন রয়েছে। অনুমান ওই মহিলাকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বেহালা থানার পুলিশ।
إرسال تعليق
Thank You for your important feedback