মমতা নন্দীগ্রামে মনোনয়ন জমা দিচ্ছেন শিবরাত্রিতে



শেষ পর্যন্ত বাংলার ভোটে ভিআইপি কেন্দ্র হতে চলেছে নন্দীগ্রামএখানেই আন্দোলন করে নীলবাড়ির পথ প্রস্থ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যতম সাথী ছিলেন শুভেন্দু অধিকারী | শুভেন্দু বর্তমানে বিজেপিতে এবং প্রচারের অন্যতম মুখ,তিনিই ছিলেন ২০১৬র নন্দীগ্রামের বিধায়ক |এবারে এই দুই হেভিওয়েট একে অপরের বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন বলে সূত্রের খবর | জানা গিয়েছে মমতা আগামী ১১ মার্চ নন্দীগ্রামে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন, প্রসঙ্গত ওই দিন শিবরাত্রি |এবার কখন যাবেন, কখন মনোনয়ন দেবেন তা কয়েক ঘন্টার মধ্যে নাকি ঠিক হবে |শোনা গিয়েছিলো শুভেন্দু হয়তো নন্দীগ্রামে নাও দাঁড়াতে পারেন কিন্তু বিজেপির নীতি  ব্যাপারে স্পষ্ট তারা মনে করে জেতা আসনে প্রার্থী পরিবর্তন সমীচীন নয় | অবশ্য শুভেন্দু ইতিমধ্যে হুঙ্কার ছেড়েছেন, মাননীয়াকে এই কেন্দ্রে ৫০ হাজার ভোটে হারাবেন | তিনি এমনও ব্যক্ত করেছেন, ৬২ হাজার সংখ্যালঘু ভোট ব্যাড দিয়ে বাকি ভোট তাঁদেরই ঝুলিতে পড়বে | এই ভোটার দিকে সারা বাংলা তাকিয়ে থাকবে বলাই বাহুল্য |   

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم