শনিবারই হয়তো বিজেপির প্রার্থী তালিকা, প্রথম দফায় বঙ্গে তিন সভা মোদির

রাজ্যের প্রথম দুই দফায় নির্বাচনে নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এবার এই দুই দফার ভোটের প্রচারও জোরকদমে শুরু করতে চাইছে বঙ্গ বিজেপি। যদিও সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে বাকি ২৩৪ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করবে ভারতের বৃহত্তম রাজনৈতিক দল। সূত্রের খবর, আগামী শনিবার দিল্লিতে জরুরী ভিত্তিতে বৈঠকে বসছে বিজেপির শীর্ষ নেতারা। সেখানেই বাকি আসনের প্রার্থীদের নিয়ে আলোচনা হবে। এমনকি প্রার্থী তালিকাও প্রকাশ করতে পারে বিজেপি। অপরদিকে জানা যাচ্ছে, বঙ্গে প্রথম দুই দফায় ভোট প্রচারে তিনটি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রে খবর, আগামী ১৮ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার পুরুলিয়ায় জনসভা করবেন প্রধানমন্ত্রী। রবিবার, ২০ মার্চ নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর খাসতালুক কাঁথিতে প্রচার করবেন তিনি। পরদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভা করবেন বাঁকুড়ায়। 

উল্লেখ্য, আগামী ২৭ মার্চ এবং ১ এপ্রিল রাজ্যে প্রথম দুই দফায় ভোট দুই মেদিনীপুর সহ বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে। এর আগেই প্রধানমন্ত্রী তিনটি জনসভা করতে পারেন বলেই জানা যাচ্ছে। লোকসভা ভোটের নিরিখে জঙ্গলমহলে সুবিধাজনক অবস্থানে রয়েছে গেরুয়া শিবির। পাশাপাশি দুই মেদিনীপুরের ৩১টি আসনকেও নিশানা করেছে বঙ্গ বিজেপি। কারণ মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার সংগঠনিকভাবে শক্তি বাড়িয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল। তাই রাজ্যে ক্ষমতা দখল করতে প্রথম দুই দফায় ভালো ফল করা খুব জরুরি বলেই মনে করছেন কেন্দ্রীয় বিজেপির নেতারা। এই পরিস্থিতিতে ভোটে বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদি তিনটি জনসভা করতে চলেছেন রাজ্যের পশ্চিমাঞ্চলে। এরমধ্যে জঙ্গলমহলে দুটি এবং মেদিনীপুরে একটি। কিন্তু সকলেই তাকিয়ে রয়েছেন, বিজেপির প্রার্থী তালিকার দিকে। বাকি ২৩৪ আসনে কারা কারা প্রার্থী হচ্ছেন সেটাই জানার অপেক্ষায় বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে আম জনতা।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم