পয়লা এপ্রিল পাওয়ার আসছেন মমতার প্রচারে


 


 ইউপিএ-র মুখ তথা রাজনীতির স্ট্রং ম্যান শারদ পাওয়ার আসছেন বাংলায় তৃণমূলের হয়ে প্রচার করতে | পাওয়ার তিন দিন থাকবেন, তিনদিনের মধ্যে একদিন তৃণমূলের ফ্রন্ট লাইন নেতাদের সাথে বৈঠকে বসবেন তিনি | তিনি আজকের দিনের সবচেয়ে অভিজ্ঞ নেতা কাজেই তৃণমূলের অন্দরে উল্লাস শুরু হয়েছে | শারদের আগমনে বেজায় অসন্তুষ্ট কংগ্রেস কারণ সারা ভারতে এনসিপি কংগ্রেসের জোট সঙ্গী তা সত্বেও তৃণমূলের হয়ে প্রচার করবেন শারদ পাওয়ার | আজ ওই দলের মুখপাত্র মুকেশ তাপাশে এই কথা জানালেন |
পাওয়ারের পর পরই আসছেন তেজস্বী যাদব এবং অরবিন্দ কেজরিওয়াল | তেজস্বী মূলত বিহারি অঞ্চলে প্রচার করবেন এবং এই রাজ্যে প্রচুর মাড়োয়ারির বাস, তাদের জন্য প্রচার করবেন অরবিন্দ কেজরিওয়াল | আসার কথা আরও অনেক নেতার যেমন অখিলেশ যাদব,হেমন্ত সোরেন প্রমুখ | এইবারে বিজেপি বহিরাগতর প্রশ্ন তুলতে পারেন বলে শোনা যাচ্ছে |                  


 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم