আলিপুর চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে গুরুতর জখম এক ব্যক্তি

শুক্রবার কলকাতার আলিপুর চিড়িয়াখানায় এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো। আচমকাই সিংহের গুহায় ঢুকে পড়লেন এক ব্যক্তি। ওই খাঁচায় থাকা সিংহটি ওই ব্যক্তিকে থাবা বসায়, কামড়ে ধরে তাঁকে নিজের গুহার ভিতর নিয়ে যাওয়ার চেষ্টা করে সিংহটি। তবে তাঁর পালক সামনেই থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি। তিনি ও চিড়িয়াখানার অন্যান্য কর্মীরা কোনও রকমে সিংহটিকে সরিয়ে নিয়ে যান। সিংহের থাবায় গুরুতর আহত ওই ব্যক্তিকে দ্রুত নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। সেখানেই আপাতত তাঁর চিকিৎসা চলছে। সূত্রের খবর, ওই ব্যক্তির নাম গৌতম গুছাইত, তিনি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা। আর পাঁচজন সাধারণ দর্শকের সঙ্গেই তিনি ঘুরছিলেন আলিপুর চিড়িয়াখানায়। আচমকাই তিনি ফেন্সিং টপকে ঝাঁপ দেন সিংহের এনক্লেভে। তখন সেখানে ছাড়া ছিল একটি সিংহ। দ্রুত পশুরাজ ওই ব্যক্তিকে আক্রমণ করে। পরপর থাবা এবং আচড় বসিয়ে গুরুতর আহত করে গৌতম গুছাইতকে। ক্ষতবিক্ষত হয় তাঁর সারা শরীর। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, আহতের অবস্থা আশঙ্কাজনক। উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে এই আলিপুর চিড়িয়াখানায় রয়াল বেঙ্গল টাইগারের খাঁচায় ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। সেবার বাঘ শিবার থাবায় প্রাণ হারাতে হয়েছিল তাঁকে মালা পড়াতে যাওয়া ওই যুবককে। ফের একই ধরণের ঘটনা ঘটায় চিড়িয়াখানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। ঘটনার পর আতঙ্ক ছড়ায় আলিপুর চিড়িয়াখানায়।

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم