৭ মার্চ নির্বাচনী প্রচারে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন। তাঁর জনসভা নিয়ে প্রস্তুতি তুঙ্গে রাজ্য বিজেপির অন্দরে। এবার জানা যাচ্ছে ওই একই দিনে উত্তরবঙ্গে শিলিগুড়িতে মিছিল ও জনসভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মার্চের প্রথম সপ্তাহ থেকে এমনিতেই গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। এর সঙ্গেই পাল্লা দিয়ে চড়ছে রাজনীতির পারদ। এই পরিস্থিতিতে আগামী রবিবার একই সঙ্গে দুই হেভিওয়েট রাজনৈতিক ব্যাক্তিত্বের জনসভা ঘিরে উত্তাপ আকাশ ছুতে পারে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
গত ফেব্রুয়ারিতে একবার উত্তরবঙ্গে গিয়েছিলেন মমতা। অবশ্য সেটি ছিল সরকারি সফর, উত্তরবঙ্গ উৎসবের সূচনা। নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে রাজ্যের প্রশাসনের মাথায় বসে গিয়েছে নির্বাচন কমিশন। ফলে এই মুহূর্তে সব দলই জোর দিচ্ছে প্রচারে, সে কারণেই শিলিগুড়িতে যাচ্ছেন তৃণমূল নেত্রী। বিগত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে একটিও আসন পায়নি তৃণমূল কংগ্রেস। যা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাব্যাথার কারণ। এর সঙ্গে রয়েছে উত্তরবঙ্গে দলের অন্তর্দ্বন্দ্ব। এবারে সেই ক্ষত সারাতে মমতাকেই যেতে হচ্ছে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা বাংলায় দৌড়াতে হবে কারণ তিনিই ষ্টার ক্যাম্পেনার।
إرسال تعليق
Thank You for your important feedback