এবার পুরীর জগন্নাথ মন্দিরের আয় বাড়াতে জমি বিক্রির পথে হাটছে ওড়িশার বিজেপি সরকার. জমির পরিমাণ ৩৫ হাজার একরেরও বেশি। বিধানসভায় এক প্রশ্নের জবাবে এমন তথ্যই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী প্রতাপ জেনা। বিষয়টি জানাজানি হতেই তীব্র বিরোধিতায় নেমেছে বিরোধীদের একাংশ। জমি বিক্রি ঠেকাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন অনেকে। তার পরেই বৃহস্পতিবার মন্দির কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, জমি বিক্রির খবর মিথ্যা। ফলে গোটা বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক এবং ধোঁয়াশা তৈরি হয়েছে।এবার মন্দিরের আয় বাড়াতে জগন্নাথ দেবের নাম ওড়িশা ও দেশের বিভিন্ন জায়গায় বিমুল পরিমানে তখকা জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে নবীন পট্টনায়েকের সরকার। এছাড়া ৬ রাজ্যে থাকা জগন্নাথদেবের নামে থাকা ৩৯৫.২৫২ একর জমি চিহ্নিত করা হয়েছে। যারা দীর্ঘদিন ধরে জগন্নাথদেবের নাম থাকা জমি বাজেয়াপ্ত করার চেষ্টায় রয়েছে তাদের কাছ থেকেই টাকা নিয়ে জমির অধিকার দেওয়া হবে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback