ভোটের মুখে ৪ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পেট্রল ও ডিজেলের ওপর কর ছাঁটতে পারে কেন্দ্রীয় সরকার। এমনটাই সরকারি সূত্র মারফত দাবি জানা যাচ্ছে। ওই সূত্রের দাবি, এই নিয়ে কেন্দ্র রাজ্যগুলির সঙ্গে আলোচনা করেছে। অন্যদিকে যখন রান্নার গ্যাস ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে দেশজুড়ে চলছে প্রতিবাদ। সংসদের বাইরে ও ভিতরে বিরোধী দল ও প্রতিবাদের ঝড় তুলেছে। এই পরিস্থিতিতে সামনেই চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত রাজ্যে বিধানসভা নির্বাচন। তাকে মাথায় রেখেই পেট্রোপণ্যের দামে কর কিছুটা কমানোর চিন্তাভাবনা করছে বিজেপি সরকার। মূল্যবৃদ্ধির প্রভাব যাতে ভোটবাক্সে না পরে সেইজন্য কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিতে চলেছে। দিনে দিনে বেড়েই চলেছে পেট্রল ও ডিজেলের দাম। মধ্যপ্রদেশ, রাজস্থানে পেট্রোলের দাম ১০০ ছুঁই ছুঁই। তাই কেন্দ্র এবার নড়েচড়ে বসেছে। আমজনতার মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।ফলে ভোটমুখী ৪ রাজ্যে পেট্রল ও ডিজেলের ওপর কর ছাটাইয়ের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের।
إرسال تعليق
Thank You for your important feedback