৪৮ ঘন্টা পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন মমতা

অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে হুইল চেয়ারেই তিনি বের হলেন। উপস্থিত জনতার উদ্দেশ্যে হাতজোড় করে নমস্কারও করেন। এরপর গাড়িতে উঠে যান তৃণমূল নেত্রী। এদিন সন্ধ্যে সাতটা নাগাদ তাঁকে এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। সূত্রের খবর, তাঁকে আরও ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে রাখতে চেয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু তিনিই বাড়ি ফিরতে চেয়েছেন। ফলে মুখ্যমন্ত্রীর অনুরোধে সম্মতি দেন মেডিকেল বোর্ডের সদস্যরা। তবে আগেই চিকিৎসকরা জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী এখন অনেকটাই সুস্থ। তাঁর ঘাড়, কাঁধ ও কবজির ব্যাখা এখন নেই। পায়ের গোড়ালি ফোলাটাও অনেকটা কমেছে। তবে সেখানে ব্যাথা আছে। এদিন বিকেলে মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন ৬ সদস্যের মেডিক্যাল বোর্ড। এরপরেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনই হাঁটাচলা করতে পারবেন না তৃণমূল নেত্রী। তাঁকে হুইল চেয়ারেই কাজ করতে হবে আরও কয়েকটা দিন। পাশাপাশি চিকিৎসাও চালিয়ে যেতে হবে আরও বেশ কয়েকদিন।   



Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم