মহারাষ্ট্রে করোনা সংক্রমণ ভয়ঙ্কর রূপ নিয়েছে। এখনও পর্যন্ত কোনও রাজ্যে ২৬ হাজারের বেশি পৌঁছায়নি। তবে মহারাষ্ট্রে আগামী ২৪ ঘন্টায় সংখ্যাটা বেড়েই যাচ্ছে। শুক্রবারে সংখ্যাটা পৌঁছে গেল ২৫ হাজারের বেশি। এদিকে শুধুমাত্র মুম্বইয়ে একদিনে আক্রান্তের সংখ্যাটা ছাড়িয়েছে ৫ হাজারের বেশি। শুক্রবারের আগে পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৫ লক্ষ ১৪ হাজার ৩৩১ জন। এরমধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ ৭১ হাজার ২৮২ জন। শেষ ২৪ ঘণ্টার সারা দেশে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭২৬ জন। যার অর্ধেকের বেশি রয়েছেন মহারাষ্ট্রে। দেশে ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা করা হয়েছে ১০ লক্ষ ৫৭ হাজার ৩৮৩ জনের। দেশে ২৪ ঘণ্টায় ১৫৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। দেশে মোট মৃত্যু দেশে ১ লক্ষ ৫৯ হাজার ৩৭০। ইতিমধ্যে মহারাষ্ট্রে করোনা বেড়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্কুল ও কলেজগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি হোস্টেলগুলি ২৩ মার্চ পর্যন্ত বন্ধ করার নির্দেশ দেওয়া রয়েছে। এদিকে মুম্বইয়ে করোনা সংক্রমণ রুখতে সমস্ত শপিং মলে করোনা রাপিড আন্টিজেন পরীক্ষা করার নির্দেশ রয়েছে। বিশ্বের পরিস্থিতি খুব একটা ভালো নয়। এদিকে ফ্রান্সে নতুন প্রজাতির করোনা সংক্রমণ বাড়ছে। যারজেরে প্যারিসে একমাসের টানা লকডাউন শুরু হয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback