এবছরে JEE Main পরীক্ষার ফল প্রকাশিত হল মঙ্গলবার। ফেব্রুয়ারী সেশনে ১০০ পার্সেন্টাইল পেয়ে উর্ত্তীণ ৬ জন পরীক্ষার্থী। এবছর ১৩টি ভাষায় JEE Main পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা হওয়ার ১০ দিনের মাথায় ফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency)। এবছর মোট পরীক্ষার্থী ছিল ৬,৬১,৭৭৬ জন। করোনা আবহেই চলতি বছরের ২৩ ও ২৬ ফেব্রুয়ারী পরীক্ষা নেওয়া হয়। রাজস্থান থেকে সাকেত জাহা, সিলেক্ট কাটারিয়া ও দিল্লি থেকে রঞ্জিম প্রবল দাস, চন্ডিগড় থেকে গুরমিত সিং, মহারাষ্ট্র থেকে সিদ্ধান্ত মুখার্জী ও গুজরাটের অনন্ত কৃষ্ণ কিদম্বি ১০০ পার্সেন্টাইলে প্রথম স্থান অধিকার করেছে বলে জানা গিয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback