স্ট্রান্ড রোডে রেলের বহুতলে আগুন লাগার স্মৃতি এখনও টাটকা শহরবাসীর। এর মধ্যেই ফের অগ্নিকাণ্ডের ঘটনা সেই স্ট্র্যান্ড রোডে। রেলের সদর দফতর নিউ কয়লাঘটার কাছেই এক বহুতলের চারতলায় আগুন লাগলো বুধবার সকালে। এদিন সকল সাড়ে আটটা নাগাদ ওই বহুতল থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর যায় দমকলের অফিসে। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ৬টি ইঞ্জিন। পরে সেখানে আরও ৪টি ইঞ্জিন পাঠানো হয়ছে। সূত্রের খবর, ওই বহুতলের চারতলায় আগুন ছড়িয়ে পড়েছে। সেখানে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সদর দফতর আছে বলেই জানা যাচ্ছে। দমকল কর্মীরা আগুন আয়ত্বে আনার চেষ্টা চালান। পাশের বহুতল গুলির ছাদ থেকে জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। গঙ্গার হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলেই দাবি দমকলের। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব গিয়েছে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান সম্ভাবত শটসার্কিট থেকেই আগুন ছড়িয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback