অভিনেত্রী তথা সাংসদ মিমিকে সরাসরি বিয়ের প্রস্তাব

এবার তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে সোশ্যাল মিডিয়ায় সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন এক অনুরাগী। সোশাল মিডিয়ায় ওই ব্যক্তি লিখেছেন, ‘তুমি যত বড়োই অভিনেত্রী হও না কেন আমি তোমাকেই বিয়ে করব’। এইভাবে খোলাখুলি মনের কথা প্রকাশ করায় ওই অনুরাগীকে কী উত্তর দিলেন টলিউডের লাস্যময়ী অভিনেত্রী? বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে অভিনেত্রী মিমি চক্রবর্তী ইনস্টাগ্রাম সেশনে লাইভ করার সময় তার বহু অনুগামীর সাথে কথা বলছিলেন।

 

কিন্তু তারমধ্যে একজন অনুগামী সাহসের সাথেই এই প্রস্তাব তুলে ধরলেন। যদিও মিমি বিষয়টিকে হালকাভাবে নিয়ে জনপ্রিয় একটি হিন্দি ছবির একটি গান গেয়ে বললেন ‘মুজেসে সাধি কারোগী?’ যা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন মিমির অন্যান্য অনুগামীরাও। এখানেই শেষ নয়, মিমির আরেক ভক্ত প্রশ্ন কবে বিয়ে করছেন অভিনেত্রী? সেই উত্তরে অভিনেত্রী কান চাপা দিয়ে বোঝাতে চাহিলেন তিনি এই প্রশ্নের উত্তর দেবেন না। ফলে টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলারের বিয়ে নিয়ে জল্পনার কোনও অবসান হল না।

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم