বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সংক্রান্ত মাদক মামলায় চার্জশিট পেশ করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, মুম্বইয়ের আদালতে মোট ১২ হাজার পাতার চার্জশিট জমা করেছে এনসিবি। অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে সুশান্তর বান্ধবী রিয়া চক্রবর্তী সহ ৩৩ জনের। চার্জশিটে মোট ২০০ জন সাক্ষীর বয়ান রয়েছে। প্রসঙ্গত, গত বছর ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাট অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ উদ্ধার হয়েছিল।
প্রথমে তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। পরে তদন্তভার হাতে নেয় সিবিআই এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ED)। সেই তদন্তেই এই মামলায় মাদক যোগ উঠে আসে। ফলে তদন্তে নামে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই সৌভিকের কয়েকটি হোয়াটঅ্যাপ চ্যাটের মাধ্যমেই জানা যায় মাদক যোগের ব্যাপারটি। সেপ্টেম্বর মাসেই প্রথমে সৌভিক ও পরে রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করে এনসিবি। এরপরই বলিউডের সঙ্গে সক্রিয়ভাবে মাদকচক্রের পর্দাফাঁস হয়। মুম্বইয়ের একাধিক জায়গায় তল্লাশিও চালায় এনসিবি-র গোয়েন্দরা। রিয়াদের গ্রেফতারির ছমাসের মধ্যেই চার্জশিট পেশ করল এনসিবি।
إرسال تعليق
Thank You for your important feedback