দেওয়াল লিখনকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষে উত্তাল হল বাঁকুড়ার বড়জোড়ার তাজপুর এলাকা। মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলল উত্তেজনা। তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়ে হাসপাতালে ভর্তি। এখনও প্রার্থীদের নাম ঘোষণা করেনি কোনও দলই। তবুও দেওয়াল দখল নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তেই বিবাদে জড়িয়ে পড়ছে বিভিন্ন রাজনৈতিক দল। আগামী ৭ মার্চ প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের প্রচারেই বিজেপি কর্মীরা বড়জোড়ার তাজপুর এলাকায় কয়েকটি বাড়ির দেওয়াল লেখার জন্য চুন রঙ করেন।
অভিযোগ, সেই দেওয়াল দখল করে তৃণমূল নিজেদের প্রতীক এঁকে দেন তৃণমূল কর্মীরা। এই নিয়েই শুরু হয় বিবাদ। নিজেদের দখলে রাখা দেওয়ালে তৃণমূলের পোস্টার লাগানোর ঘটনার প্রতিবাদ করতে গেলে বিজেপি কর্মীদের ব্যাপক মারধর করার অভিযোগ ওঠে। এই ঘটনায় পাঁচজন বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন। তাঁদের রাস্তায় ফেলে রড, লাঠি ও টাঙি নিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন আহতরা। এদের মধ্যে দুজনের আঘাত গুরুতর থাকায় তাঁদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর বুধবারও থমথমে এলাকা। যদিও স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, বিজেপিই তাঁদের দেওয়াল দখল করেছিল।
إرسال تعليق
Thank You for your important feedback