মা হতে চলেছেন
বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সোশ্যাল মিডিয়ায় তার বেবি বাম্পের
ছবি নিজেই শেয়ার করলেন। মা হওয়ার খবরে নিজে বেশ খোস মেজাজেই আছেন, সেটাও
জানাতে ভুললেন না শ্রেয়া। তাই মা হওয়ার খবর সবার সাথে ভাগ করে নিতে নিজেই
সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি দিলেন। আগত সন্তানকে ‘শ্রেয়াদিত্য’ বলেও
উল্লেখ করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শ্রেয়া ঘোষাল জানান, জীবনের আরও এক
নতুন অধ্যায় শুরু করতে চলেছি। প্রত্যেককে পাশে থাকার পাশাপাশি আগত সন্তানের
মঙ্গলকামনা করার কথাও বললেন। ছেলেবেলার বন্ধু আদিত্যনাথের সঙ্গে তার
বিয়ের ছ বছর পর প্রথম সন্তানের মা হবেন শ্রেয়া। এখন অপেক্ষা নতুন অথিতি
ঘরে আসার।
إرسال تعليق
Thank You for your important feedback