শুক্রবার নন্দীগ্রামে সভা করার পর হলদিয়ায় গিয়ে নিজের মনোনয়ন পেশ করলেন | তার আগে তিনিও পুজোআর্চা দেন | এইরকম হাই প্রোফাইল লড়াইয়ের আগে যা যা করার সবই করছেন দুই প্রতিনিধি | আজ অবশ্য শুভেন্দুর পাশে ছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং ধর্মেন্দ্র প্রধান | আজ প্রচার মাধ্যমের সাথে কথাও বলেন তিনি, জেতার ব্যাপারে নিশ্চিত এবং এখন তিনি নন্দীগ্রামের ভোটার জানালেন | সম্প্রতি তিনি নন্দীগ্রামে থাকার ব্যবস্থা করেন এবং নিজের নামটি এই এলাকার ভোটার হিসাবে লিপিবদ্ধ করেন |
তিনি জানালেন, ভোটের দিন তিনি নন্দীগ্রামেই থাকবেন এবং সমস্ত অঞ্চল ঘুরে দেখবেন | শুভেন্দু জানালেন, তিনি যদি হলদিয়ার ভোটার হতেন তবে ঐখানে ভোট দিতে গেলে নন্দীগ্রামে খেলাধুলা শুরু হয়ে যেত অর্থাৎ তিনি নির্বাচনে বেআইনি কাজের ইঙ্গিত করলেন | অবশ্য সিপিএম থেকে বলা হয়েছে, খেলাধুলার অর্থ কি? তারমানে এখানে ভোটে খেলাধুলা হয়, শুভেন্দুবাবু অভিজ্ঞ কারণ বিগত ভোটে তিনিই সরকারি দলের প্রতিনিধি ছিলেন |
إرسال تعليق
Thank You for your important feedback