বিজেপিতে সাপ খোপ কি করবে? মিঠুন চক্রবর্তীকে তোপ তসলিমার

বিজেপির ব্রিগেড সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মঞ্চেই বিজেপিতে যোগ দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। এই যোগ দেওয়াকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় চলছে বিভিন্ন আলাপ-আলোচনা। পক্ষে-বিপক্ষে বিভিন্ন মন্তব্যও আসছে প্রতিনিয়তয় এবার মিঠুনের বিজেপিতে যোগদান নিয়ে ফেসবুকে ক্ষোভ উগড়ে দিলেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। কার্যত মিঠুনকে একহাতই নিলেন তসলিমা। ফেসবুকে তিনি লিখলেন, 'নানা ঘাটের জল খাওয়া এই সাপ খোপ নিয়ে বিজেপি কী করবে সেটাই ভাবছি। সাপ তাও আবার পদ্ম গোখরা, কাকে ছোবল মারতে গিয়ে কাকে মারে, কে জানে! কেন যে বেচারারা কেঁচো খুঁড়তে গিয়েছিল! 


প্রসঙ্গত, একসময় শাসকদলে তিনি নাম লিখিয়েছিলেন মিঠুন। বিগত নির্বাচনে তাঁকে তৃণমূলের হয়ে প্রচার করতেও দেখা গেছে। এরপর তাকে রাজ্যসভার সদস্য করা হয়েছিল। যদিও তার আগে তিনি বহুবার প্রয়াত সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর হয়েও প্রচারে এসেছিলেন। কিন্তু চিটফান্ড কাণ্ডে তাঁর নাম জড়িয়ে যাওয়ায় মিঠুন তৃণমূল দল ত্যাগ করেন, রাজ্যসভা থেকেও ইস্তফা দিয়েছিলেন। এরপর বেশ কিছুদিন তাঁকে রাজনীতিতে দেখা যায়নি। একুশের নির্বাচনে বিজেপি তরফে তিনি ফের রাজনীতিতে ফেরেন। ইতিমধ্যে তিনি ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছেন। তবে বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি সোশ্যাল মিডিয়ায় নানান কথা বলছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশের লেখিকা সোশাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করলেন। যদিও তসলিমা আরও একটি ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।


 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم