উত্তর ২৪ পরগনার নিমতায় এক বিজেপি কর্মী এবং তাঁর বৃদ্ধা মা-কে মারধোরের ঘটনায় নড়েচড়ে বসলো জাতীয় মহিলা কমিশন। সূত্রের খবর, ইতিমধ্যেই ব্যবস্থা নিতে বলে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছে তাঁরা। গত শনিবার নিমতা এলাকার বিজেপি কর্মী গোপাল মজুমদারের বাড়িতে ঢুকে তাঁকে এবং তাঁর বছর আশির বৃদ্ধা মাকে মারধোর করার অভিযোগ উঠেছিল। মারধোরের ঘটনাটি ঘটেছিল উত্তর দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে। ওই বিজেপি কর্মীর দাবি, শুধু মারধোর নয়, রীতিমতো খুনের হুমকিও দেওয়া হয়েছে। অভিযোগের তির স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ওই বিজেপি কর্মীর অশতীপর বৃদ্ধা মাকেও ছাড়েনি দুষ্কৃতীরা। তাঁকেও ব্যাপক মারধোর করা হয়েছে। বিজেপি এই ঘটনার প্রতিবাদে নিমতা থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভও দেখিয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নিজে গিয়ে ওই বৃদ্ধার সঙ্গে দেখা করে তাঁর চিকিৎসার আশ্বাস দিয়েছেন।
এবার জাতীয় মহিলা কমিশন গোটা ঘটনার রিপোর্ট চেয়ে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। যদিও স্থানীয় তৃণমূল নেতারা এটাকে রাজনৈতিক ঘটনা মানতে নারাজ। তাঁদের দাবি এটা পারিবারিক হিংসার ঘটনা। ঘটনার তদন্ত করছে নিমতা থানার পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
إرسال تعليق
Thank You for your important feedback