প্রচারের মাঝেই শাড়ির খুট ধরে দে ছুট সায়নীর, দেখুন ভিডিও…

বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। ফলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারে ব্যস্ত একথা বলাই বাহুল্য। তবে তারকা প্রার্থীদের ঘিরে জমায়েত সবসময়ই বেশি। একুশের নির্বাচনে আবার তারকা প্রার্থীদের তালিকা একটু বেশিই। তেমনই একজন আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী টলি তারকা সায়নী ঘোষ। তিনিও আসানসোলের রাস্তায় প্রচারে একেবারে কোমরবেঁধে নেমে পড়েছেন। ফলে সাধারণ মানুষ অভিনেত্রীকে দেখতে রাস্তায় ছুটে আসছেন বাড়ি থেকে। অভিনেত্রী ভোটপ্রার্থীও আবার ঘরের দরজায় গিয়ে হাত মেলাচ্ছেন মহিলা ও শিশুদের সঙ্গে। ভোট বলেই রূপালি পর্দার তারকাদের এত কাছাকাছি দেখার সুযোগ মিলছে বলে কথা। ভোটের প্রচারে সায়নী যেখানেই যাচ্ছেন সেখানেই ভিড় জমে যাচ্ছে। আর সেই ভিড়ে অতিষ্ট সায়নী এমন একটা কাণ্ড করলেন যেটা সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। 


শাড়ির খুট ধরে রীতিমতো ছুট দিলেন ভিড় এড়াতে। মঙ্গলবার সাদা শাড়ি পরেই প্রচারে বেরিয়েছিলেন সায়নী। তাঁকে ঘিরে ভিড়ও জমে যাচ্ছিল রাস্তার প্রতিটি মোড়ে। আর সায়নী বারেবারেই ভিড় সরানোর কথা বলছিলেন। কিন্তু তাতে কাজ হতেই টলি তারকা তৃণমূল প্রার্থী শাড়ির কুচি সামলে দে ছুট মারলেন। সবাইকে পিছনে ফেলে এক্কেবারে সামনে চলে এলেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে তাঁর পিছনে ক্যামেরা এবং মোবাইল হাতে ছুটছেন বেশ কয়েকজন। অনেকটা এগিয়ে গিয়ে সায়নী ফের হাসি মুখে-হাত জোর করেই প্রাচার শুরু করলেন। সোশাল মিডিয়াতেও নেটিজেনরা রসিক মন্তব্য করতে ছাড়লেন না। কেউ লিখলেন, ‘ঘুম থেকে উঠে দেখি প্রার্থী পালালো রাস্তা দিয়ে’, আবার কেউ লিখলেন, ‘সায়নী চলে গেল মনটা ভেঙে দিল, এবার ভোটটা আমি কাকে দেব?’
দেখুন ভিডিও….


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم