শনিবার প্রথম দফার ভোট শুরু হল বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই। মোট ৩০ টি আসনে ভোটগ্রহন হচ্ছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম,পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভোট চলছে। এদিন সকাল থেকে ভোটগ্রহনপর্বে উত্তেজনা ছড়িয়েছে খেজুরি ও পটাশপুরে। খেজুরির বটতলা এলাকায় বোমাবাজি চলেছে। সেখানে বিজেপি অভিযোগ করেছে মূলত তৃণমূল কংগ্রেসের লোকজনই মারধর করেছে। অন্যদিকের শালবনিতে সংযুক্ত মোর্চার প্রার্থী সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনা সামনে এসেছে। এদিকে বুথে বসতে দেওয়া নিয়ে বচসা বাধে তৃণমূল কর্মীদের সাথে বিজেপির।
অপরদিকে ভোট শুরুর আগেই উত্তপ্ত কেশিয়াড়ি বিধানসভার বেগমপুর এলাকা। বিজেপি-র নির্বাচনী কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সেখানেই পরে উদ্ধার করা হয় এক বিজেপি কর্মীর মৃতদেহ। মৃত্যু নিয়ে উঠছে খুনের অভিযোগ। ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। অভিযোগের তির তৃণমূলের দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তাঁরা। কেশিয়াড়ী বিধানসভার অর্জ্জুনগেড়িয়া ২২১ নং বুথে ইভিএম মেশিন খারাপ, ভোট বন্ধ হয়ে যায় সকাল থেকেই। শাবড়া বাপুজি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ মিটারের মধ্যে জমায়েতের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বলা যায় রাজনৈতিকভাবে এই ৩০ টি আসন খুব গুরুত্বপূর্ণ। একদিকে বিজেপির লক্
إرسال تعليق
Thank You for your important feedback