নভেম্বর থেকে করোনা ভাইরাসের প্রবণতা কমেছিল কিন্তু ফেব্রুয়ারী থেকে ফের
বাড়ছে সংক্রমণ | গত বছর এই সময়ে থেকে স্কুল কলেজে বন্ধ হয়ে গিয়েছিলো, তাতে
প্রবল ক্ষতিগ্রস্থ্ হয়েছিল ছাত্রছাত্রীরা | বাচ্চাদের আশা ছিল এবারে স্কুল
খুলবে এছাড়াও টিকা বেরিয়ে এসেছে | কিন্তু টিকাকরন সবে শুরু হয়েছে এবং টিকা
নিলে আর সংক্রমণ হবে না এমন গ্যারিন্টি কোথায়? এক বছর ধরে ভার্চুয়াল ক্লাস
হয়েছে কিন্তু শিক্ষকরাই মনে করেন এতে খুব জ্ঞান বৃদ্ধি করানো যায় না |
সোমবার
সপ্তাহের প্রথম দিন, জানা গেলো ফের প্রতিদিন রোগ ও রুগীর সংখ্যা বাড়ছে এবং
পশ্চিমবঙ্গও ব্যতিক্রম নয় | কাজেই কোন ভরসায় স্কুল খুলবে | আজ বিভিন্ন
স্কুলে ভার্চুয়াল পরিখার ফল বেরলো, কলকাতার বিখ্যাত মিশনারি স্কুলের প্রধান
জানালেন, যা অবস্থা মনে হচ্ছে এ বছরও স্কুল খোলা যাবে না | তিনি
অবিভাবকদের কাছে ক্ষমাও চান | অবশ্য তিনিই বা কি করবেন, বুঝেছে বাচ্চাদের
বাবা মায়েরা |
إرسال تعليق
Thank You for your important feedback