ভোটগ্রহনের কয়েক ঘন্টা আগে বাঁকুড়ায় তৃণমূল পার্টি অফিসে বোমা বিস্ফোরণ

ফের খবরের শিরোনামে বাঁকুড়ার জয়পুর। প্রথম দফার ভোটের কয়েক ঘন্টা আগেই জয়পুরে তৃণমূলের পার্টি অফিসে বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে গুরুতর আহত হয়ে ৩ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। বিস্ফোরণের ঘটনা সামনে আসতেই এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও ঘটনায় অভিযোগের তির সংযুক্ত মোর্চার দিকে।  স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, আইএসএফ কর্মীরা তাঁদের কার্যালয়ে বোমা মেরেছে। অপরদিকে বিজেপির দাবি, ওই পার্টি অফিসে বোমা মজুদ ছিল, সেগুলিই ফেটে গিয়েই এই বিস্ফোরণ। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছে বিশাল পুলিশবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। 


এলাকাবাসীর দাবি, শুক্রবার বিকেলে আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে জয়পুরের উত্তর বার এলাকা। এই অঞ্চলের মুরালিগঞ্জে তৃণমূল পার্টি অফিসে বিকট শব্দ হতেই গ্রামবাসীরা ছুটে আসেন। তাঁরা দেখেন চারিদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মোটরসাইকেল এবং আহত মানুষজন। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। তৃণমূলের দাবি, আইএসএফ কর্মীরা এই ঘটনার পিছনে দায়ি। এরপরই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল কর্মীরা লাঠি বাঁশ নিয়ে এলাকায় দাপিয়ে বেড়িয়েছেন। ঘটনার পর থেকেই উত্তপ্ত এলাকা।  উল্লেখ্য, এই জয়পুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তবে নির্দল হিসেবে দাঁড়ানো এক বিক্ষুব্ধ তৃণমূল নেতাকেই সমর্থন করছে শাসকদল।
 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم