প্রধানমন্ত্রীর ব্রিগেডে বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁকে মঞ্চে দেখে উল্লাসিত হয়ে পরেন উপস্থিত বিজেপির কর্মী সমর্থকরা। নায়কের চরিত্র ছেড়ে দিলেও আজও মিঠুন হিন্দি ছবিতে বাংলার প্রতিনিধি হিসাবে এক জনপ্রিয় ব্যক্তিত্ব। তাঁর রাজনৈতিক একটা চরিত্র ছিল, স্কটিশে পড়া কালীন তিনি নকশাল আন্দোলনের সাথে জড়িয়ে পড়েছিলেন। পরে অবশ্য বাম নেতা সুভাষ চক্রবর্তীর হয়ে ভোট প্রচার করতে দেখা গিয়েছিল। শেষে তৃণমূলে যোগ দিয়ে রাজ্যসভার সদস্যও হন। এবারে বিজেপিতে যুক্ত হলেন মিঠুন দা, তাও আবার প্রধানমন্ত্রী মোদির জনসভা থেকেই।
রবিবাসরীয় ব্রিগেডে তিনি তাঁর সিনেমার বিখ্যাত সংলাপ বলতেই করতালিতে ফেটে পরেন ব্রিগেডের তামাম জনতা। এরপরই তিনি জানান, ভোটে দাঁড়াবেন কিনা জানি না তবে বিজেপির হয়ে প্রচারে আসছেন। বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই বিভিন্ন প্রান্তের বিজেপি নেতারা 'মহাগুরু' মিঠুনকে চাইছেন ভোট প্রচারে। এই মুহূর্তে মহাগুরুর চাহিদা এখন তুঙ্গে বিজেপির অন্দরে। হয়তো প্রচারেও যাবেন তিনি, থাকবে তাঁর বিখ্যাত সিনেমার ডায়লগ 'গোখরোর ছোবল'| কিন্তু এর পাশাপাশি সোশাল মিডিয়ায় ট্রোল বা ব্যঙ্গও হচ্ছে মিঠুনকে নিয়ে। কেউ কেউ বলছেন, ‘গোখরো সাপ ফোকলা/ খায় গুজরাটি ধোকলা’ ইত্যাদি |
إرسال تعليق
Thank You for your important feedback