পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৯ ও ২০ মার্চ নন্দীগ্রাম যেতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ হিসাবে জানা গিয়েছে যে প্রায় প্রতি জেলায় একাধিক জনসভা করছেন তিনি। কাজেই সেসব জায়গায় যারা প্রার্থী তাঁরা আশা করে বসে আছেন দলনেত্রী আববেন। তাই আপাতত তিনি দলীয় প্রচারে জেলা সফরেই মন দেবেন তৃণমূল সুপ্রিমো। প্রথমে ঠিক ছিল ১৯ মার্চ নন্দীগ্রামে যাবেন তিনি এবং রাত্রিবাস করে ২০ তে সকালে ভাষণ দিয়ে চলে যাবেন অন্য প্রান্তে। কিন্তু তখনও পা ভাঙেনি মুখ্যমন্ত্রীর। একটি দোতলা বাড়ির দ্বিতলে তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তাঁর হুইল চেয়ার দোতলায় তোলার সুবিধা নেই ফলে বাতিল হল ১৯, ২০ তারিখের নন্দীগ্রাম সফর। তবে তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে, বাতিল নয়, বরং সফরসূচি পিছিয়ে গেল বলা চলে। তবে মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে শেষবেলার প্রচারে অংশ নেবেন তৃণমূল নেত্রী তথা প্রার্থী। সেই মতো আগামী আগামী ২৯-৩০ তারিখ শেষদফার প্রচারে নন্দীগ্রামে যেতে পারেন। নন্দীগ্রামে ভোট ১ এপ্রিল।
إرسال تعليق
Thank You for your important feedback