এক তরুণীকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার হয়েছিলেন গৌরব শর্মা নামে এক ব্যক্তি। ২০১৮ সালের ঘটনাটি উত্তরপ্রদেশের হাথরসের। সম্প্রতি ওই অভিযুক্ত জামিনে মুক্তি পেয়েছিলেন। আর জামিন পেয়েই সেই নির্যাতিতা তরুণীর বাবাকে গুলি করে খুন করলেন অভিযুক্ত গৌরব। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পরিবারের মধ্যে ঝামেলা চলছিল। সোমবার সন্ধ্যায় সেই বিবাদ চরমে ওঠে। বচসার মধ্যেই আচমকা বন্দুক বের করে নির্যাতিতার বাবার উপর গুলি চালিয়ে দেয় গৌরব শর্মা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়।
হাথরস জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক বিনীত জয়সওয়াল জানিয়েছেন, ঘটনার পর থেকেই পলাতক মূল অভিযুক্ত। সম্প্রতি সে জামিনে মুক্ত হয়েছিল। আপাতত তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। গৌরবের পরিবারের একজনকে আটক করেছে পুলিশ। উল্লেখ্য, উত্তরপ্রদেশের হাথরস বারবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসছে যৌন হেনস্থা, ধর্ষণ ও খুনের জন্য। এবারও নির্যাতিতা এক তরুণীর বাবাকে গুলি করে খুন করল ঘটনার মূল অভিযুক্তই। ফলে উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকা নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গেল।
إرسال تعليق
Thank You for your important feedback