বেঙ্গালুরু থেকে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান জয়পুরে যাচ্ছিল। সেই বিমানে ছিলে সন্তানসম্ভবা এক মহিলা। বিমান তখন মাঝ আকাশে, আচমকা ওই গর্ভবতী মহিলার প্রসব যন্ত্রনা ওঠে। আতান্তরে পড়েন বিমানকর্মীরা। তবে ওই বিমানেই জয়পুর যাচ্ছিলেন সুবহনা নাজির নামে এক চিকিৎসক। খবর পেয়ে তিনিই এগিয়ে এলেন, তাঁকে সাহায্য করলেন বিমানসেবিকারা। দুটি সিটেরে মাঝের জায়গা দ্রুত পরিস্কার করানো হল। সেখানেই সন্তান প্রসব করলেন ওই মহিলা। ওই চিকিৎসকের নির্দেশমতো সমস্ত ব্যবস্থাপনা করেন বিমানের ক্রু মেম্বাররা। সব ভালো যার শেষ ভালো, মা ও সন্তান দুজনেই ভালো আছেন। পরে বিমানটি জয়পুর বিমানবন্দরে অবতরণের পর তড়িঘড়ি ওই মহিলা এবং সদ্যজাতকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বিমান সংস্থা সূত্রে জানানো হয়েছে দুজনেই সুস্থ আছেন।
CORRECTION: Dr Subahana Nazir, who helped deliver the baby, was welcomed into the arrival hall and a Thank You card was handed over by IndiGo's Jaipur staff. (Picture deleted on request of IndiGo, who were requested for the same by the family)
— ANI (@ANI) March 17, 2021
ইন্ডিগো সূত্রে খবর, বুধবার ভোর ৫টা ৪৫ মিনিটে বেঙ্গালুরু থেকে ওড়ে তাঁদের জয়পুরগামী বিমানটি। ললিতা নামে ওই সন্তানসম্ভবা ছিলেন ওই বিমানে। বিমান আকাশে ওড়ার বেশ কিছু সময় পর ওই মহিলার প্রসব যন্ত্রনা ওঠে। জয়পুর বিমানবন্দরে অবতরণের আগেই সন্তান প্রসব করেন ললিতা। উল্লেখ্য, এর আগেও বহুবার এই ধরণের ঘটনা ঘটেছে, যে মাঝ আকাশেই সন্তান প্রসব করেছেন গর্ভবতী মহিলা।
إرسال تعليق
Thank You for your important feedback