ভোট মিটলে বিশ্বভারতীর উপাচার্যকে ‘শিক্ষা’ দেওয়া হবে, ফের বেলাগাম অনুব্রত

আবারও বেলাগাম অনুব্রত মণ্ডল। এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ‘শিক্ষা’ দেওয়ার নিদান দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। উল্লেখ্য কয়েকদিন আগেই অধ্যাপকদের সঙ্গে এক বৈঠকে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী  বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। ওই বৈঠকের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। সেখানে উপাচার্যকে বলতে শোনা যায় ‘বিশ্বভারতী যাতে বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থা আমি করে দিয়ে যাব। আমি কাউকে ধমকি দিচ্ছি না’। এরই প্রতিবাদে মঙ্গলবার পাল্টা সভা করে গণ কনভেনশনের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। যেখানে বক্তব্য রাখেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। 

 

অনুষ্ঠান মঞ্চেই তিনি বলেন, ‘উনি ভাবছেন, হাতে একটা বিধায়ক থাকলে আমি বিশ্বভারতীতে যা মন তাই করতে পারব। পারবে না, তোমার ক্ষমতা নেই। নির্বাচন পেরিয়ে গেলে তোমাকে যে শিক্ষা আমরা দেব, বোলপুরবাসী যে শিক্ষা দেবে তা তুমি সারা জীবন মনে রাখবে’। পাশাপাশি তিনি উপাচার্যকে পাগল বলেও উল্লেখ করে বলেন, ‘এমন এক জন ভিসি এসেছেন, তিনি ভয়ঙ্কর পাগল লোক। এমন পাগল দেখা যায় না। এত বাজে ভিসি আমরা কোনও দিন দেখিনি’। এরপরই তাঁর হুঙ্কার, ‘আপনারা সকলে গর্জে উঠুন, ওঁকে তাড়ানোর দরকার আছে। ৩ তারিখের পর চিন্তাভাবনা করব’। উল্লেখ্য, একুশের নির্বাচনে বোলপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী অনির্বান গঙ্গোপাধ্যায়। তিনি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলেই পরিচিত।

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم