দেশের সব মানুষের জন্য নয় করোনা টিকা, সাফ জানালো কেন্দ্র





 

দেশের সব মানুষকে করোনা টিকা দেওয়ার পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। শনিবার লোকসভায় এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন জানান, করোনার মতো ভাইরাসের যা চরিত্র, তাতে দেশের প্রত্যেক মানুষকে টিকা  দেওয়ার প্রয়োজন নেই। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দেশের ৬০-৭০ শতাংশ মানুষের শরীরে করোনার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হলেই ওই ভাইরাসের ছড়িয়ে পড়া আটকে দেওয়া সম্ভব। করোনা টিকা দেওয়া দেশজুড়ে শুরু হয়  ১৫  জানুয়ারি থেকে। যদিও প্রথম ধাপে ৩০ কোটি ভারতীয়কে টিকাকরণের আওতায় আনে কেন্দ্রীয় সরকার। বর্তমানে এ দেশে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন ওয়ার্কার, প্রবীণ নাগরিক এবং ক্রনিক রোগে আক্রান্ত ৪৫-৫৯ বছর বয়সিদের টিকা দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কমবয়সীদের টিকা দেওয়ার কোনো পরিকল্পনা করেনি কেন্দ্রীয় সরকার। তবে শিশুদের ক্ষেত্রে  একটা চিন্তা থেকেই  যাচ্ছে। মূলত ১৪ বছরের নীচে  যাদের বয়স তাদের  ক্ষেত্রে  কি ভাইরাস ছড়িয়ে পড়া তা দ্রুত সম্ভব কিনা তা দেখা হচ্ছে । বিশেষজ্ঞদের মতে,  শিশুদের কোনো ভয়ের কারণ নেই।  তবে দিনে দিনে  যেভাবে এই সংক্রমণ বাড়ছে অতীত শিশুদের জন্য ভয়ের কারণ কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে শিশুরোগ বিশেষজ্ঞরা।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم