নীরবে প্রচার মীনাক্ষির


 

 


দুই প্রবল পরিপক্ষের লড়াইয়ের মধ্যে রয়েছেন মীনাক্ষি মুখোপাধ্যায় , যুব সিপিএম নেত্রী | দুর্দান্ত বক্তা | কিন্তু জনসভার মধ্যে যাচ্ছেন না | মানুষের বাড়ি বাড়ি গিয়ে বোঝাবার চেষ্টা লড়ছেন | দীর্ঘদিন নন্দীগ্রাম বামেদের দখলে ছিল কিন্তু বুদ্ধবাবুর সময়ে গুলিতে এলাকার মানুষের মৃত্যুর পর অঞ্চল চলে যায় তৃণমূলের হাতে | আজ প্রায় ১৩ বছর বাদে বামেরা ফের এলাকায় জনমত চাইছে মীনাক্ষী তথা সিপিএম |

এরই মধ্যে সিনেমার অভিনেত্রী শ্রীলেখা মিত্র,মীনাক্ষির হয়ে প্রচারে আসেন | শ্রীলেখাকে দেখতে বিস্তর ভিড় হয়েছিল | এবার শেষ মুহূর্তে আসতে পারেন আব্বাস সিদ্দিকী, যদি সংখালঘু ভোট কিছু টেনে দেওয়া যায় | কিন্তু সব মিলিয়েও মীনাক্ষীর পক্ষে হাওয়া আনা কঠিন | তিনি বড় জোর বিজেপির ভোট কাটতে পারেন |
 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم