এবার ৪৫ বছরের উর্ধ্বে সকল নাগরিকেই দেওয়া হবে করোনার টিকা। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। আগামী ১ এপ্রিল থেকে এই টিকাকরণ শুরু করা হবে। যদিও দ্বিতীয় দফায় কো মর্বিডিটি যুক্ত ৪৫ উর্ধ্ব ব্যক্তিদের টিকাকরণ চলছে। এবার নতুন নির্দেশিকায় আর কো মর্বিডিটি সার্টিফিকেট লাগবে না কারোর। ন্যাশানাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন, সংক্ষেপে NEGVAC-এর ব্লু-প্রিন্ট মেনেই দেশজুড়ে চলছে টিকাকরণ। কর্মসূচি।
এরপর প্রথম দফায় টিকা দেওয়ার তালিকায় ছিল চিকিৎসক,নারসকর্মী থেকে শুরু করে পুলি প্রশাসন অর্থাৎ প্রথম সারির কোভিড যোদ্ধাদের ক্ষেত্রে। মঙ্গলবার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী জাভড়েকর জানান,'যেভাবে দিনে দিনে করোনা বের যাচ্ছে তা চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। তাই সেই কথা মাথায় রেকে এবার ৪৫ বছরের উর্ধে যে কেউ পাবে টিকা। । বিশেষজ্ঞদের মতে করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতেই কেন্দ্রের এই সিদ্ধান্ত। অপরদিকে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, দেশে পর্যাপ্ত পরিমান করোনার টিকা রয়েছে, তাই এই সিদ্ধান্ত।
إرسال تعليق
Thank You for your important feedback