দেশে ফের অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ছড়াল ৫ লাখ



 
  দেশে ফের হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। দেশজুড়ে দোল বা হোলি উৎসব পালনের পাশাপাশি পাঁচ রাজ্যে বিধানসভা ভোটও চলছে। এই আবহেই ক্রমশ বাড়ছে সংক্রমণ। সোমবার ফের আক্রান্তের সংখ্যাটা বাড়লো একলাফে অনেকটাই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ২০ জন। এদিকে চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র। শুধুমাত্র মহারাষ্ট্রেই নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ। এই রাজ্যে করোনার আক্রান্তের সংখ্যা বাড়তেই লকডাউনের পথে হাটছে উদ্ধব ঠাকরের সরকার। আপাতত নাইট কার্ফু জারি হয়েছে মহারাষ্ট্রে। অন্যদিকে দেশে ভ্যাকসিন এলেও তাতে কোনও সুরাহা মিলছে না। করোনার দ্বিতীয় স্ট্রেন কিন্তু আরও ভয়ঙ্কর হতে চলেছে। ইতিমধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের পরিসংখ্যন অনুযায়ী গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ হাজার। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ২০ লাখ ৩৯ হাজার ৬৪৪ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ২১ হাজার ৮০৮ জন। দিনে দিনে বাড়ছে সংক্রমণ। কর্নাটকে দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে তিন হাজারে। পাঞ্জাবে আড়াই হাজারের বেশি। ভোটমুখী পশ্চিমবঙ্গেও গত কয়েক দিনে করোনা সংক্রমণ বৃদ্ধি উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের। এক সময় ২০০-র নীচে নেমেছিল এ রাজ্যের দৈনিক সংক্রমণ। কিন্তু গত ২৪ ঘণ্টায় তা ৮২৭ হয়েছে। ফলে চিন্তায় পড়েছে রাজ্য প্রশাসন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم