কাশ্মীরে ফের জঙ্গিদের নিশানায় নিরাপত্তাবাহিনীরা। শ্রীনগরের লোয়াপড়া এলাকায় হঠাৎই জঙ্গিরা হামলা চালায় সেনা জোয়ানদের ইউপির। গুলিতে জাহাজরা হয় তিন জোয়ান।এরপর তাদের কে হাসপাতালে ভর্তি করা হয়.তাদের মধ্যে একজন প্রাণ হারায়। বাকি দুজন চিকিৎসাধীন। বিকেলে লওয়াইপোরা এলাকায় টহলদারি চলাকালীন আচমকাই জওয়ানদের উপর চড়াও হন জঙ্গিরা। তাদের বাধা দেওয়ার আগেই গুলিতে গুরুতর জখম হন জওয়ানরা। ঘটনা প্রসঙ্গে কাশ্মীরের আইজি বিজয়কুমার বলেন, “এক জওয়ানের মৃত্যু হয়েছে। বাকি দুজন গুরুতর জখম অবস্থা হাসপাতালে ভরতি।” পুলিশের দাবি, হামলা চালিয়েছে লস্কর-ই-তইবার জঙ্গিরা। হামলার পর গোটা এলাকা ঘিরে চলছে তল্লাশি। দুদিন গেই সন্ত্রাসদমনে সাফল্য পায় সেনাবাহিনীরা। সোমবার শোপিয়ান জেলায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে তিন সন্ত্রাসবাদী। নিহতদের মধ্যে রয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার দুই সদস্য। এদিন সেই হামলার বদলা নিতেই লস্কর-ই-তইবার জঙ্গিরা পালটা হামলা চালানা বলে ওয়াকিবহলরা তাই মনে করছেন।
إرسال تعليق
Thank You for your important feedback