আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনও কিছুতেই মচকান না। এখন তিনি ভূতপূর্ব, কিন্তু গদির লোভ যায়নি মোটেই। এই মুহূর্তে আমেরিকার জনপ্রিয়তাহীন মানুষ তিনি। ভোট পর্বে যে ভাবে নেট মাধ্যমে উস্কানিমূলক ব্যবহার করেছেন তা মানুষ ভুলতে নারাজ। হেরে যাওয়ার পরও তিনি যে সমস্ত বাক্য ব্যবহার করেছেন, বা গদি আগলে বসে ছিলেন তা গণতন্ত্রের পীঠস্থান আমেরিকাতে বেমানান। তাঁকে ফেসবুক থেকে অনেকেই বিদায় করেছেন, তাঁর করা টুইটার এখন কেউ ফলো করে না। কার্যত এই কারণে ট্রাম্পের গোঁসা হয়েছে।
এই মুহূর্তে বিশ্বের অন্যতম ধনী মানুষ ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে তাঁর প্রোমোটিংয়ের ব্যবসা। কলকাতাতেও তাঁর সংস্থার তৈরি বহুতল ফ্লাট রয়েছে সায়েন্স সিটির পিছনে। ডোনাল্ড ট্রাম্প এবার ঠিক করেছেন নিজেই সোশাল মিডিয়ার প্ল্যাটফর্ম খুলবেন। অনেকটা ফেসবুক-টুইটারের ধাঁচে। এই খবরই পাওয়া যাচ্ছে ট্রাম্পের সংস্থা মারফৎ। খবরের সত্যতা যাই হোক, আপাতত তিনি নিজের দেশেই ভিলেন। তাঁর করা টুইটের জন্য যা কিনা ক্যাপিটাল বিল্ডিংয়ে আগুন ধরিয়েছে সম্প্রতি।
إرسال تعليق
Thank You for your important feedback