সারদাকাণ্ডের তদন্তে এবার রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে ডেকে পাঠালো ইডি। আগামী ২৫ মার্চ সুরজিৎবাবুকে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। বিধানসভা ভোটের আগেই সারদা তদন্তে গতি বাড়ায় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করছে শাসকদল। সূত্রের খবর, বেশ কয়েকটি ভিডিওতে সুরজিৎ কর পুরকায়স্থকে সারদার বিভিন্ন অনুষ্ঠানে হাজির থাকতে দেখা গিয়েছে। সেই সূত্র ধরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন ইডি-র তদন্তকারীরা। সারদাকাণ্ডে একাধিক রাজনৈতিক নেতার বিরুদ্ধে তদন্ত চলছে। কিন্তু এবার উঠে এল পুলিশ কর্তা সুরজিৎ কর পুরকায়স্থের নাম।
অপরদিকে রাজ্য পুলিশের প্রাক্তন ডিজিপি রজত মজুমদারকেও তলব করেছে ইডি। সূত্রের খবর, তাঁকে ডাকা হয়েছে আগামী ২৪ মার্চ। অপরদিকে শুক্রবারই ইডি দফতরে হাজির হয়েছেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মদন মিত্র এদিন সিজিও কমপ্লেক্সে ঢোকার আগে বলেন, তিনি তদন্তে সহযোগীতা করছেন। এদিনই ডাকা হয়েছিল জোড়াসাঁকো কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তাকে। তাঁকে এক ঘন্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইডি সূত্রে জানা যাচ্ছে সারদার সঙ্গে তাঁর আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন করা হয়। তবে তাঁকে আগামী ৮ এপ্রিল ফের ইডি দফতরে হাজির থাকতে বলা হয়েছে বিবেক গুপ্তাকে।
إرسال تعليق
Thank You for your important feedback