গত ৪ জানুয়ারি ভোট ঘোষণার কিছু আগে 'চোখের আলো' প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ঘোষণা হওয়ার পরও এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে ক্যাম্প করে চলছিল চোখের চিকিৎসা। এবার নির্বাচন কমিশনের তরফে নির্দেশ এল চোখের আলো প্রকল্প বন্ধ করার। কমিশনের যুক্তি এই প্রকল্পে সাধারণ মানুষ প্রভাবিত হতে পারেন। তাই নির্বাচনী বিধি লঙ্ঘিত হওয়ায় রাজ্য সরকারকে ‘চোখের আলো’ প্রকল্প আপাতত বন্ধ রাখার নির্দেশ দিল নির্বাচন কমিশন। ফলে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই প্রকল্পের অধীনে চোখের চিকিৎসা, অস্ত্রোপচার ও চশমা প্রদান প্রক্রিয়া বন্ধ রাখতে হবে। সূত্রের খবর, এই প্রকল্পে বিনামূল্যে চশমা ও অন্যান্য পরিষেবা প্রদানে আপত্তি রয়েছে নির্বাচন কমিশনের। অপরদিকে বিজেপির অভিযোগ, কেন্দ্রের অন্ধত্ব দূরীকরণ প্রকল্পটিই তৃণমূল সরকার 'চোখের আলো' নাম দিয়ে চালাচ্ছে।
إرسال تعليق
Thank You for your important feedback