বারাসতের প্রতাপাদিত্য রোডে একটি অনলাইন মুদি সামগ্রি বিক্রি সংস্থার
আড়ালে চলছিল রমরমা মধুচক্র। বেশ কয়েকদিন আগেই বারাসাত থানার নপাড়া এলাকায়
খুলেছিল এই সংস্থার অফিস। প্রতিদিনই ওই সংস্থার কর্মীরা এখানে যাতায়াত
করেন। তবে বিগত কয়েকদিন ওই সংস্থার কর্মীদের চলাফেরা দেখে স্থানীয়
বাসিন্দাদের মধ্যে সন্দেহ দানা বাঁধে। বিশেষ করে মহিলাদের যাতায়াত একটু
বেশি। ফলে এলাকাবাসী এই সংস্থার ওপর নজরদারি শুরু করেন। প্রতিদিনের মত
বৃহস্পতিবার সকালে সংস্থার কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। এদিন এলাকার
বাসিন্দারা সেখানে গিয়ে মধুচক্র চালানোর প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন। খবর
পেয়ে ঘটনাস্থলে বারাসাত থানার পুলিশ যায়। তিনজন মহিলা ও দুজন পুরুষকে আটক
করে থানায় নিয়ে যায় পুলিশ। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু
করেছে বারাসত থানার পুলিশ। যদিও কর্তৃপক্ষের দাবি, সংস্থার কর্মীরা বাড়ি
বাড়ি গিয়ে মুদিখানার পণ্য বিক্রি করতেন। তার জন্যই বিভিন্ন মহিলা-পুরুষ
এখানে আসতেন। তাঁরা মধুচক্রের বিষয়টি অস্বীকার করেছেন। তবে এলাকায় উত্তেজনা
থাকায় পুলিশ কয়েকজনকে আটক করে তদন্ত শুরু করেছে।
إرسال تعليق
Thank You for your important feedback