ISL চ্যাম্পিয়ন মুম্বই, রক্ষণের ভুলই হারাল এটিকে মোহনবাগানকে

 

গোটা মরশুম দুর্দান্ত খেলেও আইএসএল চ্যাম্পিয়ন হওয়া হল না এটিকে-মোহনবাগানের। সংযুক্তির পর নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করার পর এটিকে-মোহনবাগানের এটাই ছিল প্রথম মরশুম। কিন্তু মুম্বই সিটি এফসি-র গাঁট আর পেরোতে পারলো না হাবাসের দল। আইএসএল ফাইনালে মুম্বইয়ের কাছেই ২-১ গোলে হেরে গেল এটিকে-মোহনবাগান। এর আগে এই দলের কাছে হেরেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার ছাড়পত্র হাতছাড়া করেছে রয় কৃষ্ণরা। এদিন সেই হারের মধুর বদলা নিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল কৃষ্ণ-ডেভিড উইলিয়ামসদের সামনে। কিন্তু গোলকিপার এবং রক্ষণের ভুলে ম্যাচই হেরে গেল এটিকে-মোহনবাগান। যদিও শনিবার শুরুটা ভালোই করেছিল রয় কৃষ্ণরা। ম্যাচের  ১৮ মিনিটেই গোল পেয়ে যায় এটিকে-মোহনবাগান। মুম্বইয়ের এক ডিফেন্ডারের থেকে বল ছিনিয়ে রয় কৃষ্ণ বল দেন ফাঁকায় থাকা ডেভিড উইলিয়ামসকে। দুর্দান্ত ভলিতে গোল করে যান ডেভিড। কিন্তু দশ মিনিটের মধ্যেই ছন্দপতন হল এটিকে-মোহনবাগানের। গোলকিপার অরিন্দমের ও ডিফেন্ডার তিরির ভুল বোঝাবুঝির ফলে গোল হয়ে যায় মুম্বইয়ের। তিরির মাথায় লেগে বল নিজেদের জালেই বল জড়িয়ে যায়। এরপর ম্যাচ হাড্ডাহাড্ডি হলেও শেষ মুহূর্তে গোল খেয়ে জয় হাতছাড়া হল হাবাসের দলের। 


তবে ম্যাচের উল্লেখযোগ্য ঘটনা হল প্রথমার্ধের অতিরিক্ত সময়ে শুভাশিস বসুর সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর চোট পান মুম্বইয়ের অমেয় রানাওয়াডে। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর জেরে বেশ কিছুক্ষণ সময় খেলা বন্ধ থাকে। দ্বিতীয়ার্ধে এটিকে মোহনবাগানের একটি গোল অফসাইডের জন্য বাতিল হয়। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের রাশ ছিল মুম্বইয়ের ফুটবলারদের পায়েই। তাঁরা বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করে। কিন্তু ম্যাচের একদম শেষ মুহূর্তে কাজের কাজটি করে মুম্বই সিটি এফসির বিপিন। ম্যাচের ৯০ মিনিটে বিপিন মুম্বই সিটির হয়ে জয়সূচক গোল করেন। ফলে তীরে এসে তরী ডুবলো এটিকে মোহনবাগানের। আর প্রথমবারের জন্য আইএসএল ট্রফি ঘরে তুলল মুম্বই সিটি এফসি। যদিও এবার টুর্নামেন্টের প্রথম থেকেই তাঁরা চ্যাম্পিয়নের মতোই খেলেছে। গরুপ লিগেও শীর্ষে ছিল মুম্বই, হাবাসের দলকে লিগে দুবারই হারিয়েছে তাঁরা। ফাইনালেও বাজিমাত করে চ্যাম্পিয়ন হয়ে আইএসএল ট্রফি ঘরে তুলল মুম্বই সিটি এফসি।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم