কাশ্মীরের সোপিয়ানে গুলির লড়াইয়ে খতম ২ জঙ্গি



 ফের জম্মু-কাশ্মীরে চলল গুলির লড়াই। শনিবার রাতে সোপিয়ানে জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর মধ্যে গুলির লড়াইয়ে খতম হয়েছে
 দুই জঙ্গি। পাশাপাশি একজন জওয়ানও শহীদ হয়েছেন। এছাড়া আরও একজন জওয়ান আহত হয় গুলির লড়াইয়ে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এম৪ ও একটি একে-৪৭ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে সোপিয়ান জেলার ওয়াঙ্গাম গ্রামে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। তখনই সন্ধান মেলে ওই জঙ্গিদের। এরপরই শুরু হয় সংঘর্ষ। এক পুলিশকর্মীর কথায়, ”তল্লাশি চালানোর সময় যেখানে জঙ্গিরা ঘাপটি মেরেছিল সেখান থেকে আচমকাই গুলি চালানো শুরু হয়। বাহিনীর তরফেও পাল্টা জবাব দেওয়া হয়। সূত্র অনুসারে পুলিশের সন্দেহ ওই অঞ্চলে দুই থেকে তিনজন জঙ্গি আত্মগোপন করে থাকতে পারে। তবে অভিযান শেষ হলে তবেই এ সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে বলে জানান তিনি। প্রসঙ্গত, এই নিয়ে চলতি মাসে সোপিয়ানে এটি তৃতীয় এনকাউন্টারের ঘটনা। এর আগের দুই সংঘর্ষে ৬ জন জঙ্গি খতম হয়েছে। যাদের মধ্যে অন্যতম একজন শীর্ষ জইশ কমান্ডার ছিলেন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم