একুশের ভোটে ট্রেন্ড বজায় রেখে রোজই কোনও না কোনও তারকা রাজনীতিতে পা দিচ্ছেন। বৃহস্পতিবারও তার ব্যাতিক্রম হল না। এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সংগীতশিল্পী অদিতি মুন্সি। তৃণমূলের প্রবীন সাংসদ সৌগত রায়ের হাত থেকে নিলেন পতাকা, এবং বললেন প্রাণের দিদির হয়ে কাজ করার সুযোগ পেয়ে গর্বিত। এমনকি দুকলি কীর্তণও গাইলেন জনপ্রিয় এই গায়িকা। পরে সাংবাদিকদের বললেন, তৃণমূলে যোগদানের পর তিনি অত্যন্ত আনন্দিত। কাজ করার সুযোগ দেয়ার জন্য দলকে ধন্যবাদ। অদিতি যে তৃণমূলে যোগ দেবেন এদিন সকাল থেকেই আভাস ছিল। তাঁর স্বামী বিধাননগর পুরনিগমের বিদায়ী কাউন্সিলর। এমনকি দেবরাজ চক্রবর্তী এবার বিধানসভায় টিকিট পাবেন বলেও শোনা যাচ্ছিল। কিন্তু আচমকা দেবরাজের স্ত্রী কীর্তণশিল্পী অদিতি তৃণমূলে যোগদান করায় অন্য অঙ্ক দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাহলে কি রাজারহাট-নিউটাউনে অদিতিকেই টিকিট দেবে তৃণমূল? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে তৃণমূলের অন্দরে।
إرسال تعليق
Thank You for your important feedback