নন্দীগ্রামে এক মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় পায়ে এবং মাথায় চোট পেলেন তৃণমূল নেত্রী তথা নন্দীগ্রামের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় প্রচার করার সময় এক মন্দিরে যান তৃণমূল নেত্রী। সেখান থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময়ই চার-পাঁচজন ধাক্কা মারেন বলে অভিযোগ। সেখানে প্রচুর ভিড় ছিল। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘আমি গাড়ির কাছে দাঁড়িয়ে নমস্কার করছিলাম। তখন চার-পাঁচজন লোক আচমকা দরজা বন্ধ করে দেয়। পায়ে খুব লেগেছে। পা পুরো ফুলে গিয়েছে। এটা চক্রান্ত তো বটেই। এখানে পুলিশ সুপার ছিলেন না। পর্যাপ্ত পুলিশ ছিল না, আমার বুকে ব্যথা হচ্ছে’। এরপরই তাঁকে কলকাতায় ফিরিয়ে আনা হচ্ছে। যদিও এদিনও তাঁর নন্দীগ্রামে থাকার কথা ছিল। সূত্রের খবর, তাঁর পা এবং মাথায় চোট লেগেছে। তবে চোট গুরুতর কিনা এখনও জানা যায়নি। সূত্রের খবর, তাঁকে দ্রুত কলকাতায় আনা হচ্ছে। গ্রীন
করিডর করেই কলকাতার এসএসকেএম হাসপাতালে আনা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়কে। সেখানেই তাঁর চোটের পরীক্ষা করানো হবে।
إرسال تعليق
Thank You for your important feedback