সেনাদের অত্যাচারে ভিটে হারা হয়ে এবার অন্য দেশে আশ্রয় নিচ্ছেন মায়ানমারের বাসিন্দারা। ইতিমধ্যেই মায়ানমার সীমান্তবর্তী ভারতের মনিপুরে অনেকেই আশ্রয় নিতে চাইছেন। কিন্তু মনিপুরের স্থানীয় প্রশাসন একটি নির্দেশিকা জারি করে জানায় মায়ানমারের বাসিন্দাদের জন্য কোনোরকম খাওয়া ও থাকার ব্যবস্থা করা যাবেনা। এই ঘোষণার পরই মনিপুরের প্রশাসন নিন্দার মুখে পড়ে। শেষে তারা নির্দেশিকা প্রত্যাহার করে নেয়। বলা যায়, চাপের মুখে পরেই তাদের সিদ্ধান্ত বদল হয়। যদিও আগে জারি করা নির্দেশিকায় মনিপুরের প্রশাসন জানিয়েছিল, মায়ানমার বাসিন্দাদের কোনোভাবে আশ্রয় কিংবা খাবার দেওয়া যাবেনা। তবে কেউ যদি গুরুতর আহত হন, তবে সেক্ষত্রে চিকিৎসা করানো যাবে।
মনিপুরের এই নির্দেশিকা ঘিরে বিভিন্ন মাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়। এরপর সেই নির্দেশিকার কথা অস্বীকার করে মনিপুর প্রশাসন। যদি এই প্রসঙ্গে মণিপুরের স্বরাষ্ট্রসচিব এইচ গায়েন জানান, ওই নির্দেশিকায় ভুল রয়েছে। তাই ফের সংশোধন করে বলা হয়েছে মায়ানমারবাসীকে এখন আশ্রয় দেওয়া হবে। খাবার ব্যবস্থা থেকে শুরু করে সবরকম ব্যবস্থা করে দেওয়া হবে আশ্রয় নেওয়া মায়ানমারের বাসিন্দাদের। দিনের পর দিন যেভাবে মায়ানমারে সেনাদের অত্যাচার চলছে যার জেরে রাস্তায় প্রতিবাদে নামছে মায়ানমারের নাগরিকরা। কিন্তু পুলিশ এবং সেনার গুলির মুখে পরে প্রাণভয়ে বাধ্য হচ্ছে এক দেশ ছেড়ে অন্য দেশে যেতে।
إرسال تعليق
Thank You for your important feedback