ভোটের মুখেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বোমা এবং বোমা তৈরির মশলা উদ্ধার করছে পুলিশ। এরমধ্যেই বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্যু শিশুর। আহত আরও এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি সোমবার সকালে পূর্ব বর্ধমানের রসিকপুর এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, একটি ক্লাবঘরের পাশেই রাখা ছিল বোমা। সেগুলিই বল ভেবে খেলতে যায় দুটি শিশু। ফলে আচমকা ফেটে গিয়েই এই বিপত্তি। জানা যাচ্ছে মৃত শিশুর নাম শেখ আফরোজ, বয়স ৭ বছর। তাঁর বাবার নাম শেখ বাবলু। অপর আহত শিশুটির নাম শেখ ইব্রাহিম। তাঁকে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এলাকাবাসী। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। খবর পয়েই সেখানে ছুটে যায় বিশাল পুলিশবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ঘটনার পর থেকেই আতঙ্কে ভুগছেন এলাকাবাসী। পুলিশ তদন্ত শুরু করেছে কে বা কারা বোমাগুলি রেখে গিয়েছে। অপরদিকে রবিবার মাঝ রাতে অভিযান চালিয়ে দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের দু'টি জায়গা থেকে বিপুল পরিমান বোমা এবং বোমা তৈরির মশলা উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ অভিযান চালিয়ে চালতাবেড়িয়া এলাকার একটি বাঁশ বাগান থেকে তাজা ২১টি বোমা উদ্বার করেছে।
إرسال تعليق
Thank You for your important feedback