মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি, আজ ৬ সদস্যের মেডিকেল বোর্ডের বৈঠক

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখন আগের  থেকে অনেকটাই ভালো। তবে পরবর্তী চিকিৎসার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হবে তার জন্য বৈঠক করা হবে. শুক্রবার অর্থ্যাৎ আজ সকাল ১১ টার সময় ফের একদফা আলোচনায় বসবে চিকিৎসার দায়িত্বে থাকা ৬ সদ্যসের মেডিকেল বোর্ড। পরবর্তী পদক্ষেপ হিসেবে চিকিৎসা ঠিক কিভাবে করা হবে.এছাড়া আর কোনো শারীরিক পরীক্ষা করা হবে কিনা তা নিয়েই এই বৈঠক। তবে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী  ভিডিওবার্তায় জানিয়েছিলেন,তিনি অনেকটাই ভালো আছেন।খুব তাড়াতাড়ি তিনি রাজনৈতিক কাজে যোগ দেবেন। এমনকি সবাইকে সাবধানে থাকার বার্তা দিলেন। এছাড়াও বেশকয়েকদিন হয়তো হুইলচেয়ারে ব্যবহার করেই তিনি কাজে যাবেন এমনটাই জানালেন। এর পাশাপাশি চিকিৎসকেরা জানালেন গয়তকাল থেকে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। হাসপাতাল সূত্রের খবর , তার যে সমস্যাগুলি ছিল মূলত বুকে ব্যাথা , শ্বাসকষ্ট অনেকটাই কমেছে। তবে মুখ্যমন্ত্রীর দ্রুত শারীরিক অবস্থার উন্নতি করার জন্যই চিকিৎসকদের এই বৈঠক।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم