সব দিক ঠিক থাকলে দ্বিতীয় দফার নির্বাচনের দিনই ফের রাজ্যে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১ এপ্রিল দ্বিতীয় দফার হাইপ্রোফাইল নির্বাচন। ওই দিন ৩০টি আসনের মধ্যে নন্দীগ্রামেও ভোট হবে। ওই দিনই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এবং হাওড়ার উলুবেড়িয়াতে জনসভা করবেন তিনি। আবার একদিন বাদেই ফের বঙ্গে পদার্পন করবেন প্রধানমন্ত্রী। ৩ এপ্রিল তারকেশ্বরে সভা করার কথা তাঁর। এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। তবে সেদিন তিনি তারকেশ্বর মন্দিরে যাবেন কিনা সেটা জানা যায়নি। হুগলির তারকেশ্বর বাম জমানায় তাঁদের শক্ত ঘাঁটি ছিল। কিন্তু পরিবর্তনের পর তৃণমূলের আধিপত্য শুরু হয়। এবার বিজেপির স্বপন দাশগুপ্তের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী রমেন্দু সিংহ রায়।
যদিও লোকসভা নির্বাচনের নিরীখে এই আসনে ৫ হাজারের বেশি ভোটে পিছিয়ে বিজেপি। ফলে হাওয়া ঘোরাতেই এখানে আসছেন বিজেপির স্টার ক্যাম্পেইনার নরেন্দ্র মোদি। তৃতীয় ও চতুর্থ দফায় নির্বাচন এই জেলায়। হুগলি জেলায় বিজেপি ভালো ফলের আশা করছে। কারণ এই জেলার হুগলি লোকসভা আসন জিতেছিল বিজেপি, আর আরামবাগ লোকসভা আসন মাত্র ১২৪২ ভোটে পরাজিত হতে হয়েছিল। শ্রীরামপুর লোকসভার বেশ কয়েকটি বিধানসভাতেও সুবিধাজনক অবস্থায় রয়েছে পদ্ম শিবির। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা তাঁদের বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করছেন হুগলি জেলা বিজেপির নেতৃত্ব।
إرسال تعليق
Thank You for your important feedback