গত বছর সারা বিশ্বেই ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস সংক্রমণ। এই একবছরে কোনও বিদেশ সফর করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার তিনি দুদিনের সফরে বাংলাদেশ যাচ্ছেন। পিএমও সূত্রে খবর, আগামী ২৬ ও ২৭ মার্চ প্রধানমন্ত্রী বাংলাদেশ থাকবেন। সেখানে তাঁর একগুচ্ছ কর্মসূচি রয়েছে। করোনাভাইরাস প্রকোপ শুরুর পর এটাই হতে চলেছে মোদীর প্রথম বিদেশ সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ - 'মুজিব বর্ষ' উদযাপনের অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও রয়েছে বিভিন্ন অনুষ্ঠান। ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানেও হাজির থাকবেন তিনি। আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি নরেন্দ্র মোদি। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। পাশাপাশি তিনি সৌজন্য বৈঠক করবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদের সঙ্গেও। উল্লেখ্য ২০১৫ সালে শেষবার বাংলাদেশে গিয়েছিলেন মোদি। তারপর থেকে একাধিকবার শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন কোভিড পরিস্থিতি ও প্রতিকার নিয়ে। এবার তিনি সশরীরে বাংলাদেশ যাচ্ছেন।
إرسال تعليق
Thank You for your important feedback