ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের নব্য ঢেউ | শুক্রবার প্রায় ৬০ হাজার
মানুষ করোনা আক্রান্ত হয়েছে | ২০২০ থেকেও ১০ গুন্ ক্ষমতা সম্পন্ন নতুন
করোনা যা কিনা প্রবেশ করেছে ভারতেও | প্রশ্ন উঠেছে, নতুন ঢেউ কি তবে লন্ডন
আগত? জানা নেই এখনও কিন্তু চিকিৎস্যকদের ধারণা হতেই পারে | দু দিন ধরে
ক্রিকেটের মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকারের শরীর খারাপ ছিল | টেস্ট
করার পর জানা গিয়েছে করোনা পজেটিভ | অবশ্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো
অবস্থা হয় নি | আপাতত তিনি গৃহ নিভৃতালয়ে রয়েছেন | সচিন নিজেই টুইট করে
নিজের অসুস্থতার কথা জানিয়েছেন | অবশ্য লক্ষ লক্ষ সচিন ভক্ত চিন্তিত
إرسال تعليق
Thank You for your important feedback